Women Empowerment
আমি লায়লা। আমার ব্যবসায়িক ঠিকানা ১২৩/১ (আদর্শ পল্লী), ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা। আমার পরিবারের সদস্য সংখ্যা ০৪ জন। প্রথম বিনিয়োগ গ্রহন করে কিছু টাকা দিয়ে দোকানের মালামাল কিনি এবং বাকী টাকা পরিবারের জন্য ব্যয় করি। বিনিয়োগ গ্রহনের পূর্বে আমার ব্যবসার অবস্থা ভাল ছিল না। ব্যবসার মূলধনের উৎস ছিল নিজের উপার্জিত কিছু টাকা। পরবর্তীতে বিনিয়োগ গ্রহন করে আমি ভালভাবে ব্যবসা পরিচালনা করছি। বর্তমানে আমি একজন সফল ব্যবসায়ী। আমি প্রথমবার ৫০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ১,৩০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার ভবিষ্যত পরিকল্পনা চলমান বিনিয়োগ শেষ করে পূনরায় বিনিয়োগ নিয়ে তিনি ব্যবসাকে আরও প্রসারিত করবো। বিনিয়োগ গ্রহনের পূর্বে তার আয় ছিল ৩০০-৪০০ টাকা। বর্তমানে তার আয় ১,০০০-১,২০০ টাকা। পূর্বের অবস্থা থেকে আমি বর্তমানে খুব ভাল আছি।
আমি মোছাঃ খালেদা আক্তার। আমার ব্যবসায়িক ঠিকানা ৩নং ধামাকোর্ট (জলিল মাস্টারের বাড়ী), ভাষানটেক, ঢাকা। প্রথম বিনিয়োগ গ্রহন করে দোকানের ডেকোরেশন করেন ও কিছু টাকা দিয়ে মালপত্র কিনেন। পরবর্তী বিনিয়োগ গ্রহন করে কসমেটিক্স ব্যবসার পাশাপাশি কিছু রিক্সা কিনি। পরবর্তী বিনিয়োগ নিয়ে তিনি তার কসমেটিক্স ব্যবসার পাশাপাশি রিক্সার ব্যবসা পরিচালনা করে সফল ব্যবসায়ী। বিনিয়োগ গ্রহনের তার ব্যবসার অবস্থা ভাল ছিল না। ব্যবসার মূলধনের উৎস ছিল পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রয়ের কিছু টাকা। ডিএমসিবি থেকে বিনিয়োগ গ্রহন করে কসমেটিক্স এর ব্যবসার পাশাপাশি তিনি ১০টি রিক্সা কিনে রিক্সার ব্যবসা শুরু করি। বিনিয়োগ গ্রহনের পূর্বে আয় ছিল ২০০-৩০০ টাকা। বর্তমানে আমার আয় ১,০০০-১,২০০ টাকা। পূর্বের অবস্থা থেকে আমি খুব ভাল আছি। আমি প্রথমবার ১,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ৪,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার ভবিষ্যত পরিকল্পনা চলমান বিনিয়োগ শেষ করে পূনরায় বিনিয়োগ নিয়ে তিনি ব্যবসাকে আরও প্রসারিত করবো।
আমি ঝর্না আক্তার। আমার ব্যবসায়িক ঠিকানা ১১০০/৩০ (২য় তলা), দক্ষিণ ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা। আমার স্বামী একজন স্বল্প বেতনের চাকুরীজীবী। স্বামীর আয়ে সংসার ভালভাবে চলছিল না। আমি বিকল্প আয়ের উৎস খুজতে থাকেন। পরবর্তীতে আতœীয় স্বজনের নিকট থেকে কিছু টাকা ধার নিয়ে বাসার পাশেই মুদি ব্যবসা শুরু করেন কিন্তু স্বল্প পুঁজিতে ব্যবসা চালানো সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই ০৫ নং ফিল্ডের বিনিয়োগ কর্মকর্তা জনাব শামীম এর মাধ্যমে জানতে পারেন দি ঢাকা মাকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ সৎ ও উদ্দোমী ব্যক্তিদের সহজ শর্তে বিনিয়োগ দিচ্ছেন। আমি প্রথমবার ৫০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ৮,৪০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। পরবর্তীতে তিনি দি ঢাকা মাকেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ থেকে বিভিন্ন সময় বিনিয়োগ গ্রহন করে বর্তমানে একজন সফল ব্যবসায়ী।
আমি রেখা আক্তার। আমার ব্যবসায়িক ঠিকানা শাহ জালাল ড্রাগ হাউস, আজিজ খান রোড, মোহাম্মদপুর, ঢাকা। বিনিয়োগ গ্রহনের মাধ্যমে তিনি ব্যবসার মূলধন বাড়িয়েছেন। আমি প্রথমবার ১,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ৪,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। বিনিয়োগ গ্রহনের এর মাধ্যমে আমার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। পূর্বেও আমি ব্যবসা করতাম। ব্যবসার অবস্থা মোটামুটি ছিল। বর্তমানে ব্যবসার অবস্থা আরও ভাল। বিনিয়োগ গ্রহনের পর তিনি তার ব্যবসা হতে দৈনিক ৩০০০ টাকা আয় করেন এবং বিনিয়োগ গ্রহনের পূর্বে তার ১০০০ টাকা আয় ছিল। পূর্বের জীবনের তুলনায় এখন অনেক ভাল আছি । আমার ভবিষ্যত পরিকল্পনা একটি ক্লিনিক দেওয়া।
আমি নুরুন নাহার। আমার ব্যবসায়িক ঠিকানা নুরুন নাহার টি ষ্টোর, কাদিরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। বিনিয়োগ গ্রহনের পূর্বে ব্যবসা করতেন। ব্যবসার অবস্থা মোটামুটি ছিল। বর্তমানে ব্যবসার অবস্থা ভাল। আমি প্রথমবার ২০০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ১,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। বিনিয়োগ গ্রহনের মাধ্যমে তিনি ব্যবসার মূলধন বাড়িয়েছেন। এর মাধ্যমে তার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ গ্রহনের পর তিনি তার ব্যবসা হতে দৈনিক ২০০০ টাকা আয় করেন এবং বিনিয়োগ গ্রহনের পূর্বে তার ১০০০ টাকাআয় ছিল । পূর্বের তুলনায় এখন অনেক ভাল আছি” । আমার ভবিষ্যত পরিকল্পনা একটি মুদি দোকান দেওয়া।
আমি ফারহানা করিম। ৮৮ রশিদ কমপ্লেক্স (নীচতলা), ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা। বিনিয়োগ গ্রহনের পূর্বে আমার ব্যবসার অবস্থা ভাল ছিল না। ব্যবসার মূলধনের উৎস ছিল আতœীয়-স্বজনের নিকট থেকে ধার করা টাকা। আমি প্রথমবার ১০০০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি এবং সর্বশেষ ১২,০০,০০০ টাকা বিনিয়োগ গ্রহন করি। প্রথম বিনিয়োগ গ্রহন করে পার্লারের ডেকোরেশন সুন্দর করি এবং কিছু টাকা দিয়ে পার্লারের মালামাল কিনি। পরবর্তীতে বিনিয়োগ গ্রহন করে আমি ভালভাবে ব্যবসা পরিচালনা করছি এবং ০৪ জনের পরিবার ভালভাবে পরিচালনা করছি। বর্তমানে আমি একজন সফল ব্যবসায়ী। বিনিয়োগ গ্রহনের পূর্বে আমার আয় ছিল ৩০০-৪০০ টাকা। বর্তমানে আয় ১,০০০-১,২০০ টাকা। পূর্বের অবস্থা থেকে আমি খুব ভাল আছেন। আমার ভবিষ্যত পরিকল্পনা চলমান বিনিয়োগ শেষ করে পূনরায় বিনিয়োগ নিয়ে ব্যবসাকে আরো প্রসারিত করবেন।