Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Shariah Supervisory Head

27.jpg

প্রিন্সিপাল কামালুদ্দিন জাফরী
সভাপতি, শরীয়াহ্ সুপারভাইজারী কমিটি


বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত শেয়ার হোল্ডার, শুভানুধ্যায়ী ও গ্রাহকবৃন্দ
আস্সালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ্


আল্লাহ্তায়ালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসায়কে করেছেন হালাল। ইসলাম সুদি কারবারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যারা সুদ খায়, সুদের ব্যাপারে নমনীয় তাদের জন্য কোরআন ও হাদীসে প্রচন্ড হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। সুদি ব্যাংক ব্যবস্থার তুলনায় বিনিয়োগ ও মুনাফা ভিত্তিক ব্যাংক ব্যবস্থা উন্নততর একথা আজ বিশ্বময় সর্বজন স্বীকৃত। উন্নততর এ ব্যবস্থাকে সঠিকভাবে জানা এবং এর যথাযথ বাস্তবায়নের উপরই অর্থনীতি, সমাজের সার্বিক অগ্রগতি, উন্নতি ও কল্যাণ একান্তভাবে নির্ভরশীল।
আল্লাহ্র অশেষ মেহেরবাণীতে ইসলামী নির্দেশনা সমুন্নত রাখার লক্ষ্যে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সম্মানিত পরিচালনা পর্ষদ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৮ সালের জুলাই মাস থেকে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু এবং একটি শক্তিশালী শরীয়াহ্ সুপারভাইজারী কমিটি গঠন করেছেন। যার মূলনীতি ও কর্ম পদ্ধতি আর্থ-সামাজিক উন্নয়নে কল্যাণমুখী এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকল পর্যায়ে ইসলামী শরীয়াহ্র নীতিমালা মেনে চলতে বদ্ধপরিকর এবং কর্মকান্ডের সকল স্তরে সুদ বর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমি আশাবাদি যে, " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" সকল স্তরে সুদ বর্জন করে মুনাফা ভিত্তিক, কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনসহ ইসলামী অর্থ ব্যবস্থা চালু করে কাজের মাধ্যমে প্রবর্তীত সফলতা অর্জন করবে। আমি এ ব্যাংকের সর্বাঙ্গীন উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করছি। আল্লাহ্ উক্ত প্রতিষ্ঠান তৌফিক দান করুণ। আমিন !