Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Success Story of Members

Branch Name : Manikganj,   Dhaka
Branch Code : 019

"মোঃ মনির হোসেন এর পরিবার এখন সুখি পরিবারের প্রতিচ্ছবি"

মানিকগঞ্জ শাখার গ্রাহক মোঃ মনির হোসেন এর পরিবার এখন একটি সুখী পরিবারের প্রতিচ্ছবি, মোঃ মনির হোসেন আজ সফলতার অনেক দুর এগিয়ে এসেছেন। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মানিকঞ্জ শাখার দেয়া বিনিয়োগের সঠিক ব্যবহার করে মোঃ মনির হোসেন আজ এ সফলতা অর্জন করেছেন। মোঃ মনির হোসেন পুজির অভাবে দাদন ব্যবসায়িদের কাছ থেকে দাদন নিয়ে ঘুরে ঘুরে প্রথমে মালামাল ক্রয় বিক্রয় করতেন। মালামাল ক্রয় বিক্রয় করে প্রতিদিন যে টাকা লাভ হতো তার সিংহ ভাগই দাদন ব্যবসায়িদেরকে দিয়ে দিতে হতো।
এ ভাবে শত কষ্ট করার পরও অভাব যচ্ছিলনা, যার কারনে জীবনে হতাশা নেমে আসে। মোঃ মনির হোসেন এর ক্রয়কৃত মালামাল যে ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করতেন সেখানে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর ফিল্ড অফিসার জনাব মোঃ বিল্লাল হোসেন এর সাথে পরিচয় হয়। তিনি বলেন, আমার সমস্যার কথা শুনে ফিল্ড অফিসার জনাব মোঃ বিলস্নাল হোসেন মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক এর কাছে নিয়ে যান। শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আরিফুর রহমান অমার সব কথা শোনেন। সব শুনে তিনি আমাকে একটা দোকান নেয়ার কথা বলেন। তার পরামর্শে আমি একটি ছোট্ট দোকান নিয়ে ব্যবসা শুরম্ন করি। প্রথমেই মার্চ ০৩ ২০১২ইং তারিখে ৫০,০০০/- টাকা বিনিয়োগ গ্রহন করি। বিনিয়োগটি নিয়ে আমার দাদন এর টাকা নেয়র উপর নির্ভরতা কমে। এতে অল্প দিনেই বাবসার পুঁজি বারতে থাকে। এভাবে তিনি পর পর ০৭ (সাত) বার বিনিয়োগ গ্রহন করে প্রতিবারই সময়মত পরিশোধ করেছেন। সর্বশেষ ০৬ এপ্রিল ২০১৫ইং তারিখে ৪,০০,০০০/- টাক বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে পুনরায় সম্প্রসারন করেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান মালামালে পূর্ণ, ক্রয় বিক্রয়ের পরিমান বেরেছে এতে লাভের পমিান বৃদ্ধি পেয়েছে । বর্তমানে তিনি তার ব্যবসা ও পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। সব কিছু সম্ভব হয়েছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহযোগিতা নিয়ে । আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Babubazar,   Dhaka
Branch Code : 016

"ডিএমসিবিএল আমার অর্থনৈতিক সচ্ছলতার প্রেরনা দিয়েছে "

ঐতিহ্যবাহী পুরান ঢাকার ৫ নং জুম্মন বেপারী লেন এলাকায় মেসার্স আফরোজা প্লাষ্টিক সেন্টার এর স্বত্বাধিকারী আমি মোঃ আব্দুল হক এখন একজন সফল ব্যবসায়ী। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বাবু বাজার শাখা থেকে বিনিয়োগ নিয়ে কাজে লাগিয়ে আমি আমার ব্যবসা সস্প্রসারন করি। আমি এক সময় পূজিঁর অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলাম না।
একদিন আমি ডিএমসিবিএল এর বাবু বাজার শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ আরিফুল ইসলামের সঙ্গে দেখা করে জানতে পারলাম যে ব্যাংকটি সৎ ও উদ্যমী ব্যবসায়ীদের সহজ শর্তে জামানত বিহীন ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিনিয়োগ প্রদান করে থাকে। তিনি আমাকে ব্যাংকের ব্যবস্থাপকের সাথে সাক্ষাত করতে বলেন। তার কথা অনুযায়ী আমি বাবু বাজার শাখা ব্যবস্থাপক মোঃ শাখওয়াত হোসেন সাহেবের সাথে দেখা করি। শাখা ব্যবস্থাপক আমার ব্যবসায়িক অভিজ্ঞতা ও ব্যবসার প্রতি উৎসাহ দেখে গত ২২.০৪.২০১৩ তারিখে ক্ষুদ্র বিনিয়োগের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ১ লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। এরপর আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সুযোগ সুবিধাগুলো বুঝতে পেরে একের পর এক বিনিয়োগ গ্রহন করে নিয়োমিত পরিশোধ করি। এভাবে আমার ব্যবসা আসেত্ম আসেত্ম সম্প্রসারন করতে শুরম্ন করে। আমার সংসারে এখন অর্থনৈতিক সচ্ছলতা ফিরে এসেছে। অবশেষে ০৫.০৪.২০১৫ইং তারিখে আমি অত্র ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ গ্রহন করি। এ বিনিয়োগ কাজে লাগিয়ে আমি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি মনে করি আমার সফলতার পেছনে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বাবু বাজার শাখার ভুমিকা অপরিসীম। শাখার সকলের প্রতি কৃতজ্ঞতা ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Manikdi,   Dhaka
Branch Code : 014

"ঝামেলাবিহীন বিনিয়োগ"

আমি মোঃ জহিরম্নল ইসলাম বাবুল ঢাকা ক্যান্টনমেন্টের পশ্চিম ভাষানটেক এলাকার একজন মুদি ব্যবসায়ী। আমি যখন ব্যবসা শুরু করি তখন আমান পুঁজি ছিল মাত্র ১৫,০০০/- টাকা। ব্যবসা চলছিল মোটামুটি কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে ভালভাবে চালাতে পারছিলাম না। একদিন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর তৎকালীন মাঠকর্মী কামরম্নজ্জামান ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " সৎ ও পরিশ্রমী ব্যবসায়ীদের সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ প্রদান করে।
মাঠকর্মী ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক রম্নহুল আমিন স্যারের সাথে দেখা করে বিস্তারিত জানাই। তিনি আমার অভিজ্ঞতা ও উৎসাহ দেখে প্রথমে ১০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। যা ২০০৩ সালের কথা। পরবর্তীতে ক্রমান্বয়ে আরও বিনিয়োগ নিয়ে দৈনিক কিস্তির মাধ্যমে সময়মত পরিশোধ করি। এতে করে আমার ব্যবাসার পরিধি বড় হতে থাকে। বর্তমানে আমার ৫.০০ লক্ষ টাকার বিনিয়োগ চলমান আছে। এই ব্যবসা থেকে আমি আমার পরিবারের খরচ ও অন্যান্য খরচ মিটিয়ে সাভারে জমিও ক্রয় করেছি। সর্বোপরি এই ব্যাংক থেকে বিনিয়োগ পেতে কোন ঝামেলা পোহাতে হয় না এবং দ্রম্নত বিনিয়োগ পাওয়া যায়। এই ব্যাংকের বিনিয়োগ কাজে লাগিয়ে আমি আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পুরন করেছে। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Mohakhali,   Dhaka
Branch Code : 011

"ডিএমসিবিএল, এর সহায়তায় ক্লাসিক ফেব্রিক্র এখন গোলাম রহমান এর প্রতিষ্ঠিত ও প্রিয় ঠিকানা"

মহাখালী শাখার গ্রাহক " ক্লাসিক ফেব্রিক্স " এর স্বত্তাধিকারি জনাব গোলম রহমান বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মহাখালী শাখা থেকে বিনিয়োগ নিয়ে তিনি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও " ক্লাসিক ফেব্রিক্র " তার প্রিয় ঠিকানা। এর সম্পূর্ন অবদান দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ মহাখালী শাখা।

পড়াশুনার পাশাপাশি বাবার ব্যাবসা দেখাশুনা করতে করতে নিজেই ছোট্ট একটি দোকান নিয়ে ব্যাবসা শুরম্ন করলেন। আর এ স্বপ্নটি অনেকদিন ধরেই গোলম রহমান এর মাথাতে ঘুরপাক করছিল। ব্যবসা শুরম্ন করার পর নগদ পুঁজির অভাবে গোলম রহমান নগত পুজির অভাবে তার ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। একদিন ডিএমসিবিএল এর মহাখালী শাখার ফিল্ড কর্মকর্তা আঃ বাতেন এর মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শ অনুযায়ী গোলাম রহমানা একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপকের সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক গোলাম রহমান এর ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০০২ সালের ০৩ আগষ্ট প্রথমে ১০.০০ হাজার টাকার বিনিয়োগ দিলেন। এ টাকা দিয়ে গোলাম রহমান তার ব্যবসা সম্প্রসারন শুরম্ন করলেন। এরপর একে একে ২৭ বার বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন এতে তিনি ব্যবসা সম্প্রসারনের পাশাপাশি সঞ্চয় জমা করে নগত টাকার মালিক হয়েছেন। অবশেষে গত ২০১৫ সালের ২৫ এপ্রিল ১০.০০ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে আরো সম্প্রসারিত করেছেন। এ প্রসঙ্গে গোলাম রহমান বলেন বর্তমান ব্যবস্থাপক জনাব রোহন হালদার আমার বিনিয়োগ তদারকির বিষয়ে বিশেষ ভুমিকা পালন করছেন। তিনি আরো বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মহাখালী শাখা তার স্বপ্ন পূরণে ইতিবাচক ভূমিকা রেখেছে এ জন্য ক্লাসিক ফেব্রিক্স এখন প্রতিষ্ঠিত ও প্রিয় ঠিকানায় রূপ নিয়েছে, তিনি ব্যাংকটিকে আমরন মনে রাখবেন।

Branch Name : Rokeya Sharani,   Dhaka
Branch Code : 008

"ডিএমসিবিএল, আমার স্বপ্ন পুরন করেছে"

আমি মোঃ আলাল " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর রোকেয়া স্বরনী শাখার একজন বিনিয়োগ গ্রহিতা। বিনিয়োগ গ্রহনের পুর্বে আমার একটি ছোট মুদির দোকান ছিলো। যেখানে পুজিঁর পরিমান ছিলো খুবেই সামান্য।আমার স্বপ্ন ছিল ব্যবসাকে আরও বড় করা। কিন্তু পুজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না। এমন সময় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ফিল্ড অফিসার মোঃ মিলন মিয়ার মাধ্যমে জানতে পারলাম " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " সহজ শর্তে বিনিয়োগ প্রদান করে থাকেন।
তার কথা মত আমি একদিন ব্যাংকের রোকেয়া স্বরনী শাখায় চলে আসি, এবং শাখা ব্যবস্থাপক মোঃ মমতাজ উদ্দিন আহম্মেদ এর সাথে দেখা করে আমার ব্যবসার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমার কথা শুনে আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে ১ লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিসিত্মর মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সক্ষম হই। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পুনরায় ২ লক্ষ টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার মুদির দোকান এক সময় জেনারেল স্টোর এ পরিনত হয়। এই ভাবেই ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বড় হতে থাকে এবং এক পর্যায়ে আমি একটি মিনিবাস ক্রয় করি। এ পর্যমত্ম আমি পর্যায়ক্রমে ৮ বার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমনে আমার ব্যবসায় ১৪ লক্ষ টাকার বিনিয়োগ চলমান আছে। বর্তমানে আমি ৫টি দোকান ও ২টি মিনিবাসের মালিক। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আমার স্বপ্ন পুরন করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ। আমি দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর উন্নতি কামনা করছি।

Branch Name : Mohammadpur,   Dhaka
Branch Code : 005

"ডিএমসিবিএল, এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি "

আমি মোছাঃ খুশি বেগম, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ মোহাম্মদপুর শাখার একজন বিনিয়োগ গ্রহিতা। বিনিয়োগ গ্রহনের পুর্বে আমি নতুন করে যখন ব্যবসা শুরম্ন করি তখন অবস্থা এতটা ভালো ছিলো না। পুজিঁর অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলাম না। সেই সময় একদিন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ফিল্ড অফিসার মোঃ নাসির লিফলেট হাতে বিনিয়োগের প্রসত্মাব নিয়ে আসে।

সে আমাকে জানায় উক্ত প্রতিষ্ঠানটি জামানত বিহীন বিনিয়োগ দিয়ে থাকে। আমি সরাসরি ব্যাংকে চলে আসি এবং শাখা ব্যবস্থাপক মর্জিয়া বেগমের এর কাছে আমার পুজির সমস্যার কথা খুলে বলি। শাখা ব্যবস্থাপক আমার কথা শুনে আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে ৩০ হাজার টাকা বিনিয়োগ প্রদান করেন। এর পর পর্যায়ক্রমে আমি ৬ বার বিনিয়োগ গ্রহন করি। বর্তমানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকা বিনিয়োগ চলমান। আমি এখন আর্থিক ভাবে স্বচ্ছল এবং পরিবার পরিজন নিযে আল্লাহর রহমতে ভাল আছি। স্বচছলতার ফলে আমার ছেলে মেয়েদেরকে ভালো ভাবে পড়াশুনা করাতে পারছি। এর সব কিছু সম্ভব হয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সহজ শর্তে বিনিয়োগ প্রদান এর মাধ্যমে। আমি দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সমৃদ্ধি কামনা করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

< Prev123456789Next