Success Story of Members
Branch Name : Jashore, Khulna
Branch Code : 029
"ডিএমসিবিএল, আমার মুলধনের অভাব পুরণ করেছে"
যশোর বড় মাছ বাজার কোতয়ালী রোডের " মামা ভাগ্নে বয়লার ফ্লেস " এর মালিক মোঃ আব্দুর রাজ্জাক বলেন- সামান্য পুঁজি নিয়ে ছোট আকারে ব্রয়লার ব্যবসা শুরু করি। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর যশোর শাখার বিনিয়োগ নিয়ে এখন আমি সফল ব্যবসায়ী।
মামা ভাগ্নে ব্রয়লার প্লেস এর স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক বলেন-পুঁজির স্বল্পতার কারনে তার ব্যবসা ভাল ভাবে চলছিলনা ফলে সংসারে আর্থিক স্বচ্ছলতা আসেনি। পুঁজির জন্য তার ব্যবসা সম্প্রসারন করতে পারছিলাম না তখন ব্যাংকটির যশোর শাখার ফিল্ড কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনের মাধ্যমে জানতে পারলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর যশোর শাখা সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শে আব্দুর রাজ্জাক একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক মোঃ শাহাদাত হোসেন এর সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক তার ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০১১ সালের ০৮ অক্টবর প্রথমে তাকে ১.০০ লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে বিনিয়োগ নিয়ে প্রতিবারই সময়মত কিস্তি পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৫ সালের ২০ মে ৩.০০ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে আরো সম্প্রসারন করেন। তিনি সব প্রকার মুরগীর পাইকারী ও খুচরা বিক্রেতা হিসাবে সুনাম অর্জন করেছেন। তিনি মনে করেন- তার এই সফলতার পেছনে রয়েছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর যশোর শাখার অনন্য ভূমিকা।
Branch Name : Khulna, Khulna
Branch Code : 028
"আল্লাহর রহমতে আমি পূর্বের থেকে অনেক বেশি স্বাবলম্বী "
খুলনার নিউ মার্কেট এলাকার তৈরী কাপড় ব্যবসায়ী মোঃ আলী হোসেন বলেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সহযোগীতার কারনে আলস্নাহ তাকে পূর্বের থেকে অনেক বেশী স্বাবলম্বী করেছেন।
মোঃ আলী হোসেন ছিলেন একজন ছোট শাড়ী, লুঙ্গী ও তৈরী পোষাক বিক্রেতা। তবে তার স্বপ্ন ছিল তিনি একজন বড় ব্যবসায়ী হবেন। কিন্তু পুঁজির অভাবে যখন তিনি ব্যবসা বড় করতে পারছিলেন না তখন তার সঙ্গে পরিচয় হয় খুলনা শাখার ফিল্ড কর্মকর্তা জনাব মোঃ ফারুক শিকদার এর সাথে। ফিল্ড কর্মকর্তার পরামর্শক্রমে তিনি শাখা ব্যবস্থাপক লিওন আরাফাত এর সাথে দেখা করলে ব্যবস্থাপক তাকে প্রথমত ১৬/০৪/০৫ইং তারিখে ত্রিশ হাজার টাকা বিনিয়োগ প্রদান করেন। এরপর শুরু হয় মোঃ আলী হোসেনের এগিয়ে যাবার পালা, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ব্যবসার পরিধিও দিনদিন বৃদ্ধি পায়। এরপর তিনি মোট ২৮বার বিনিয়োগ গ্রহন করেন এবং সুনামের সহিত পরিশোধ করেন। বর্তমানে তিনি আগের থেকে অনেক ভাল আছেন আর তা সম্ভব হয়েছে শুধুমাত্র দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সহযোগিতার কারনে। এজন্য তিনি ব্যাংকটির কাছে চিরকৃতজ্ঞ।
Branch Name : Tongi , Dhaka
Branch Code : 026
"রেমিডন হোমিও ফার্মেসী, গন মানুষের সু-চিকিৎসার ঠিকানা"
টঙ্গী থানার দত্তপাড়া বনমালা রোডে, আমি একটি হোমিও চিকিৎসালয় স্থাপন করি। পুজির স্বল্পতার কারনে আমার ব্যবসা ভালো ভাবে চলছিল না। অনেক দামি দামি ঔষধ সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে অনেক রোগী ঔষধের জন্য ফেরত যেত। এমন সময় আমার পাশের ব্যবসায়ীর মারফত জানতে পারলাম যে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর টঙ্গী শাখায় সহজ শর্তে জামানত বিহীন ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিনিয়োগ দিয়ে থাকে। একদিন অত্র ব্যাংকের ফিল্ড অফিসার মোঃ হুমায়ুন কবীরের সঙ্গে আলাপ করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম সাহেবের সাথে সাক্ষাত করি। ব্যবস্থাপক আমার সব কথা শুনে প্রথমে আমাকে ব্যাংকের সদস্য করে। ব্যবস্থাপক আমার দোকান ভিাজট করে আমাকে প্রথমে গত ২৩.০২.২০১১ইং তারিখে ১ লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করে। এভাবে একের পর এক বিনিয়োগ গ্রহন করে আমি দৈনিক কিস্তির মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সাক্ষম হই। সর্বশেষ গত ০৭.০৫.১৫ইং তারিখে ৪ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে আমি ব্যবসাকে খুচরা বিক্রেতা থেকে পাইকারী বিক্রেতায় উনীণত করি। এই দোকান থেকে আমার পরিবার, ব্যাংকের কিসিত্মর টাকা ও ছেলে মেয়ের পড়াশুনার খরচ চলে। বারতি কিছু টাকা আমি সঞ্চয় করে রাখি। ডিএমসিবিএল এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ দিয়ে আমার পুজিঁর অভাব দুর করেছে। এক কথায় বলতে গেলে ডিএমসিবিএল আমার ফার্মেসীকে গন মানুষের চিকিৎসার ঠিকানায় পরিনত করেছে।আমি এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।
Branch Name : Savar, Dhaka
Branch Code : 024
"ডিএমসিবিএল, মোঃ নুরুল ইসলামকে অশার আলো দেখিয়েছে "
সাভার শাখার গ্রাহক মোঃ নুরম্নল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে চিন্তামুক্ত কারন তার পাশে আছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " । মোঃ নুরম্নল ইসলাম আজ একজন সফল মানুষের দৃষ্টান্ত তিনি আজ অনেক দুর এগিয়ে এসেছেন। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সাভার শাখার দেয়া বিনিয়োগের সঠিক ব্যবহার করে মোঃ নুরম্নল ইসলাম আজ এ সফলতা অর্জন করেছেন।
মোঃ নুরম্নল ইসলাম তার নিজের সামান্য সঞ্চয় দিয়ে জামগড়া ছয়তলা মোল্লা মার্কেটের সামনে ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা শুরম্ন করেন। নগত টাকার অভাবে দোকানে মালামাল তুলতে পারছিলেন না যার কারনে দোকানে বেচা কেনা ভালো হতোনা । সামান্য আয় দিয়ে তার সংসার চালানোও কষ্টকর হচ্ছিল। তিনি বলেন বিনিয়োগের জন্য অনেক বিনিয়োগ দানকারি প্রতিষ্ঠানে গিয়েছি, কিন্তুু তারা ছোট্ট দোকান ও দোকানের জামানত না থাকার কারনে বিনিয়োগ দিতে চাচ্ছিলেন না নিরম্নপায় হয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে সিদ্ধান্ত নিয়ে ছিলাম। হতাশার এই মুহুর্তে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সাভার শাখার ফিল্ড অফিসার মোঃ মনিরম্নজ্জামান বিনিয়োগ গ্রহন সম্পর্কে আমাকে অভিহিত করেন। এত সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ পাওয়া যায় আমি ভাবতে পারিনি । তার পরামর্শে আমি শাখয় যাই। শাখায় গেলে ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলম আমাকে বিনিয়োগের খুটিনাটি বুঝিয়ে বলেন। প্রথমে ০১-১১-২০০৯ইং তারিখে ২০,০০০/- টাকা বিনিয়োগ গ্রহন করে এ পর্যমত্ম ১২ বার বিনিয়োগ গ্রহন করে প্রতিবারই নিয়ম অনুযায়ী পরিশোধ করেছি। সর্বশেষ ১,০০,০০০/- টাকা বিনিয়োগ গ্রহন করে ব্যবসার পরিধী আরো বাড়িয়েছি । এখন মোঃ নুরম্নল ইলামের দুটি ব্যবসা পতিষ্ঠান। এই ব্যবসা থেকে আয় করে জামগড়ায় একটু জায়গা কিনেছেন যা তিনি কখনও কল্পনা করতে পারেনি। তিনি বলেন এখন আর আমার ব্যবসার মুলধন, বাসস্থান, পরিবারের চাহিদা মেটানো নিয়ে চিন্তা করতে হয়না। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " আমার মুলধনের চাহিদা পুরন করে থাকে। ব্যাংকটির সহজ শর্তে জামানত বিহিন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পুরন করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতগ। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।
Branch Name : Narayangonj , Dhaka
Branch Code : 022
"ডিএমসিবিএল, মোঃ বিল্লাল হোসেন এর স্বপ্ন পুরন করেছে"
নারায়নগঞ্জের এস এম মালেহ রোড সংলগ্ন টানবাজার এলাকার " লামিয়া এন্টারপ্রাইজের " মালিক মোঃ বিল্লাল হোসেন বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " তার অধরা স্বপ্ন পূরনে সহায়তা করেছে, বাড়িয়েছে ব্যবসার পরিধী, প্রতিষ্ঠিত করেছে সফল ব্যবসায়ী হিসেবে। নগদ পুজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না মোঃ বিলস্নাল হোসেন । এদিকে লেখাপড়া তেমন না জানার কারনে ব্যাংকের ব্যাপারে বুঝতেন না তাই ব্যাংকে কোন একাউন্ট হিসাব খোলা হয়নী।
এভাবেই স্বল্প পুজি নিয়েই কোন রকম ব্যবসা করছিলেন । ব্যাংক হিসাব না থাকা ও ব্যাংক সম্মন্ধ্যে না জানার কারনে কোন আর্থিক প্রতিষ্ঠান লোন দিতে আগ্রহ দেখাতো না । এরই মধ্যে নারায়নগঞ্জ শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান আমার প্রষ্ঠিানে এসে আমাকে ব্যাংকের বিনিয়োগ সম্মন্ধ্যে অবগত করেন। ফিল্ড অফিসার বলেন ক্ষুদ্র ব্যাবসায়ীদের জামানত বিহীন বিনিয়োগ প্রদান করে তাদের আর্থিক সাফল্য এনে দেয়ায় " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মুল লক্ষ্য। পরবর্তিতে নারায়নগঞ্জ শাখায় এসে ব্যাবস্থাপক জনাব মোহাম্মদ আলী এর সাথে দেখা করি এবং আমার সমস্যার কথা বলি, তিনি আমার কথা শুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ১১.০৬.২০০৫ইং তারিখে প্রথমে ১০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পুনরায় ১৫,০০০/- টাকা বিনিয়োগ গ্রহন করি । তিনি বলেন তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নী " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " বিনিয়োগ নিয়ে ব্যবসা করে দোকানের জন্য জায়গা কিনেছি, এখন আর দোকান ভাড়া দিয়ে ব্যবসা করতে হয়না। এভাবে পর পর ২৪ বার বিনিয়োগ গ্রহন করে সঠিক ভাবে পরিশোধ করেছি। বর্তমানে ১৫,০০,০০০/- টাকা বিনিয়োগ পরিচালনা করছি। আমি এখন সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পুরন করেছে। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি ।
Branch Name : Mawna, Dhaka
Branch Code : 020
"এখন আমাকে আর পুজি নিয়ে ভাবতে হয় না"
আমি মোঃ গোলাম মোস্তফা দুই ভাইয়ের মধ্যে সবার বড়। দরিদ্র পরিবারের বড় সমত্মান হবার কারনে মাত্র এসএসসি পর্যমত্ম পড়ে আমাকে সংসারের হাল ধরতে হয়। বরমী বাজারে ছোট একটি দোকান দিয়ে ইলেকট্রনিক্র মেরামতের ব্যবসা শুরম্ন করি। পুজির স্বল্পতার কারনে ব্যবসার আকার বাড়াতে পারিনি। পরবর্তীতে একদিন পাশের এক ব্যবসায়ী (অত্র ব্যাংকের গ্রহক) জনাব মোঃ আব্দুল মালেক এর মাধ্যমে জানতে পারলাম দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর মাওনা শাখায় সহজ শর্তে বিনিয়োগ দিয়ে থাকে।
সে সুবাধে অত্র ব্যাংকের ফিল্ড অফিসার মোঃ শাজাহান সঙ্গে আলাপ করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন সাহেবের সাথে সাক্ষাত করি। ব্যবস্থাপক আমার সব কথা শুনে আমার দোকান পরিদর্শন করে আমাকে ১২.০১.২০০৯ ইং তারিখে প্রথমে ২০ হাজার টাকা বিনিয়োগ প্রদান করে। এভাবে একের পর এক বিনিয়োগ গ্রহন করে আমি দৈনিক কিসিত্মর মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সাক্ষম হই। এভাবে আমি ১১ বার বিনিয়োগ গ্রহন করি। বর্তমানে আমার ব্যবসায় ২ লক্ষ টাকা বিনিয়োগ চলমান আছে। দীর্ঘদিন যাবত ব্যবসার আয় দিয়ে দৈনন্দিন খরচ মিটিয়ে কিছু কিছু সঞ্চয় করে বরমী বাজারে আরো একটি দোকান দেই। বর্তমানে আমার দুইটি দোকান চালু রয়েছে। দোকানের আয় থেকে আমি একটি বাড়ী কিনি। এক সময় যখন আমার পুজিঁর অভাব ছিল তখন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ দিয়ে আমার পুজিঁর অভাব দুর করেছে। সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।