Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Success Story of Members

Branch Name : Gobindaganj,   Rangpur
Branch Code : 065

"রেশমা বেগমের প্রেরণার উৎস ডিএমসিবি"

ডিএমসিবিএল আমাকে স্বচ্ছলতার পথ দেখিয়েছে। একদিকে পরিবারের অস্বচ্ছলতা অন্যদিকে পূজির অভাবে ব্যবসা আর চলছেনা। এরই মধ্যে পরিচয় হল " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর গোবিন্দগঞ্জ শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ মোতালেব হোসেনের সাথে। তার মাধ্যমে জানতে পারলাম ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে থাকে। ফিল্ড কর্মকর্তার কথা অনুযায়ী ব্যাংকে গিয়ে কথা বলি।
শাখা ব্যাবস্থাপক জনাব মোঃ তোফাজ্জল হোসেনকে ব্যবসার বিস্তারিত জানালে তিনি সব কিছু জেনে গত ০১/১২/২০১৪ইং তারিখে আমাকে ৪৫,০০০/- হাজার টাকা বিনিয়োগ প্রদান করেন। এরপর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বিনিয়োগ নিয়ে ব্যবসা বাড়িয়েছি এবং নিয়মিত ভাবে কিস্তির টাকা পরিশোধ করছি। অবশেষে ২০১৫ সালের ২৪শে ফ্রেরুয়ারী ৬৫,০০০/- হাজার টাকা বিনিয়োগ নিয়ে ব্যবসাকে আরও সম্প্রসারন করেছি। ইতিমধ্যে আমি টেইলারিং থেকে রেডিমেট গার্মেন্টস এর ব্যবসা শুরু করেছি। চারদিক থেকে সফলতা এসেছে আমার জীবনে। আমার এসব সফলতার পিছনে প্রেরনা হিসাবে কাজ করেছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর গোবিন্দগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সহ প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীগণ। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এই ব্যাংকের উত্তোরত্তর সাফল্য কামনা করি।

Branch Name : Hathazari ,   Chattogram
Branch Code : 063

"ডিএমসিবিএল এর বিনিয়োগ গ্রহনের ফলে আমার স্বচ্ছলতা ফিরে এসেছে"

মেসার্স হাবীব ষ্টোরের মালিক মোঃ সোহেল বলেন, " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর হাটহাজারী শাখা হতে বিনিয়োগ গ্রহনের পর তার স্বচ্ছলতা ফিরে এসেছে। তিনি আগের থেকে অনেক ভাল আছেন।
মোঃ সোহেল এর বালুছড়া এলাকায় বায়েজিদ, চট্রগ্রাম এলাকায় একটি মুদির দোকান আছে। কিন্তু দোকানে পর্যাপ্ত মালামাল না থাকায় দৈনিক বিক্রয়ের পরিমান ও আয় ছিল সামান্য। পুজিঁর অভাবে তিনি তার ব্যবসা সম্প্রসারন করতেও পারছিলনা। তাই দোকানের বেচাকেনা ভালো হচ্ছিলনা ।একদিন পাশের এক ব্যবসায়ীর কাছে জানতে পারেন যে, ডিএমসিবিএল সৎ এবং কর্মঠ ব্যবসায়ীদেরকে সহজ শর্তে এবং জামানতবিহীন বিনিয়োগ প্রদান করেন। তখন তিনি তার পরামর্শে শাখা ব্যবস্থাপক মোঃ এমরানুল আলমের সাথে কথা বলেন এবং ব্যবস্থাপক তাকে প্রথমত এক লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার দোকানে মালামাল ভরপুর থাকে। তিনি এপর্যন্ত মোট এগারো বার বিনিয়োগ গ্রহন করেন। তার সর্বশেষ বিনিয়োগের পরিমান পাচঁ লক্ষ টাকা। তার এই পরিবর্তনের জন্য ব্যাংকটি যে, ভুমিকা রেখেছেন এজন্য তিনি ব্যাংকটির মঙ্গল কামনা করেন।

Branch Name : Jamalpur,   Dhaka
Branch Code : 061

"ডিএমসিবিএল, মানুষের স্বপ্ন পুরনের হাতিয়ার "

জামালপুর জেলার নিউ মার্কেট সংলগ্ন ধনবাড়ী এলাকার কাপড় ব্যবসায়ী শারমীন আক্তার রেখা বলেন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর জামালপুর শাখার বিনিয়োগ কাজে লাগিয়ে তিনি তার স্বপ্ন পুরন করতে পেরেছেন। প্রতিষ্টানটি মানুষের স্বপ্ন পুরন ও ভাগ্য পরিবর্তনের হাতিয়ার বলে তিনি জানান।
জামালপুর জেলার, ধনবাড়ী উপজেলার, নিউ মার্কেটে শারমীন আক্তার রেখার একটা ছোট কাপড়ের দোকান ছিল। তার স্বপ্ন ছিল তিনি প্রাতষ্ঠিত ব্যবসায়ী হয়ে নারীদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবেন কিন্তু পুঁজির অভাবে তিনি তার স্বপ্ন পুরন করতে পারছিলেন না। এমন সময় ফিল্ড অফিসার মোঃ রহমত আলীর মাধ্যমে জানতে পারেন ডিএমসিবিএল সৎ ও নিষ্ঠাবান লোকদেরকে সহজ শতে এবংর্ জামানতবিহীন বিনিয়োগ প্রদান করেন। ফিল্ড অফিসারের পরামর্শক্রমে তিনি শাখা ব্যবস্থাপক মির্জা মাহমুদ চেীধুরীর সঙ্গে দেখা করেন এবং প্রথমত এক লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে নতুন উদ্দ্যমে ব্যবসা শুরু করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি পুরানো দোকান ছেড়ে দিয়ে সমবায় মার্কেটে একটি বড় দোকান নিয়েছেন। তিনি ডিএমসিবিএল থেকে মোট ছয়বার বিনিয়োগ গ্রহন করেন এবং তার সর্বশেষ বিনিয়োগের পরিমান চার লক্ষ টাকা। শারমীন আক্তার রেখার স্বপ্ন পুরনের জন্য ডিএমসিবিএল যে অগ্রনী ভুমিকা রেখেছেন এজন্য তিনি প্রতিষ্ঠানটিকে কখনই ভুলবেন না এবং ব্যাংকটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Branch Name : Sunamganj,   Sylhet
Branch Code : 059

"জান্নাত এন্টারপ্রাইজ এর অপর নাম ডিএমসিবি"

বর্তমানে আমি সুনামগঞ্জ শহরে স্যানেটারী মালামাল বিক্রীর একজন সফল ব্যবসায়ী। ব্যবসার শুরুতে পুঁজির অভাবে ব্যবসা পরিচালনা করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছিল ঠিক তখনি ব্যাংকের ফিল্ড অফিসার জনাব প্রণব রঞ্জন দাস এর কাছ থেকে জানতে পারলাম যে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ দিয়ে থাকে। আমি তখন ফিল্ড অফিসারের সহযোগীতায় ব্যবস্থাপক জনাব নৃপেশ রঞ্জন তালুকদার এর কাছে আমার ব্যবসার বিস্তারিত বিবরণ তুলে ধরি
তিনি আমার ব্যবসার প্রয়োজন অনুভব করে আমাকে বিনিয়োগ প্রদান করেন সহজ কিস্তিতে এবং আমিও খুব সহজেই কিস্তির টাকা পরিশোধ করতে থাকি। আজ আমার এই সফলতার পিছনে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সুনামগঞ্জ শাখার ভূমিকা অপরিসীম এবং এ জন্য ব্যাংকটির নিকট আমি চির কৃতজ্ঞ, সেই সাথে আমার সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং কর্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আল্লাহর রহমতে এখন আমি একজন সফল ব্যবসায়ী। মূলত এ ব্যাংকটি আমার এ স্বচ্ছলতার ঠিকানা। আমি প্রায় ৬ বছর যাবৎ নিয়মিত বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করে নিজেকে একজন অন্যতম সেরা গ্রাহক হিসাবে পরিচিত করতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতেও অনুরুপভাবে বিনিয়োগের টাকা যথাযথ ব্যবহার করে অনেক দূর যাবো এ স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। এবং সেই সাথে এই ব্যাংকের সার্বিক সফলতা কামনা করি যেন আমার মতো হাজার হাজার উদ্যোক্তা ব্যবসায় মাইলফলক হিসেবে সমাজে অবদান রাখতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে সচেষ্ট থাকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে।

Branch Name : Thakurgaon,   Rangpur
Branch Code : 058

"ডিএমসিবিএল আমার ব্যবসার সফলতার একমাত্র দাবিদার"

আমি মোঃ আব্দুল মজিদ " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর ঠাকুরগাঁও শাখার একজন বিনিয়োগ গ্রহিতা। প্রাথমিক অবস্থায় মা বাবা ভাইবোন মিলে একমাত্র বাবার আয়ে আমরা অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত করতাম। বাবা মারা যাবার পর বড়ভাই বাবার ভাঙ্গারী ব্যবসা দেখাশুনা করতেন। কিন্তু আয় কম হওয়ায় আমি দেশের বাইরে যেতে বাধ্য হই একটু পারিবারিক স্বচ্ছলতার জন্য। কিন্তু তাতেও লাভ হচ্ছিল না।
এরপর পনের বছর সিঙ্গাপুর থেকে দেশে এসে নিজের জমানো কিছু টাকা আর জমি বিক্রি করে একটি ক্রোকারিজের দোকান দেই। কিন্তু সেই টাকা দিয়েও ব্যবসা বড় করতে পারছিলাম না। এরপর একদিন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর একজন ফিল্ড অফিসার মোঃ আব্দুল বাতেন আমাকে একটি লিফলেট দিয়ে বললেন সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগের কথা। তার কথামত ব্যাংকে গিয়ে ব্যবস্থাপক মহোদয়কে সব খুলে বলি। আমার দোকান পরিদর্শন শেষে ব্যাংক থেকে আমাকে প্রথমে ২,০০,০০০/- টাকা ঋণ/ বিনিয়োগ প্রদান করে। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করি। এভাবে বারবার বিনিয়োগ গ্রহন করে দোকানে প্রচুর পরিমানে ক্রোকারিজ সামগ্রী তুলে পূর্ণদ্যোমে ব্যবসা শুরু করি। আস্তে আস্তে ব্যবসার পরিধি বৃদ্ধি করি। বর্তমানে আমার ০৭(সাত) টি দোকান রয়েছে। বর্তমানে আমার ১০,০০,০০০/- টাকা বিনিয়োগ চলমান। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " আমার ব্যবসার সফলতার একমাত্র দাবিদার। আমি ব্যাংকের সফলতা কামনা করি। ব্যাংকের কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।

Branch Name : Natore ,   Rajshahi
Branch Code : 055

"ডিএমসিবিএল, এর সহায়তায় জয়দেব চন্দ্র সাহা এখন সফল ব্যবসায়ী "

নাটোর গুরুদাসপুর এলাকার জয়া গার্মেন্টস এর মালিক জয়দেব চন্দ্র সাহা বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর নাটোর শাখার বিনিয়োগ নিয়ে তার গার্মেন্টস ব্যবসার পরিধি অনেক বড় হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি এখন একটি সফল প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। নগদ পুঁজির অভাবে জয়দেব চন্দ্র সাহা তার ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না।
একদিন ডিএমসিবিএল এর নাটোর শাখার একজন ফিল্ড কর্মকর্তার মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মিঃ জয়দেব চন্দ্র একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক মোঃ সুজাউদ্দৌলা খান এর সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক জয়দেব চন্দ্র সাহার ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০১০ সালের ০৭ জুন প্রথমে ২.০০ লক্ষ টাকার বিনিয়োগ দিলেন। এ টাকা দিয়ে জয়দেব চন্দ্র তার ব্যবসা সম্প্রসারন শুরু করলেন। এরপর একে এক ০৬ বার বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারী ১২.০০ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে আরো সম্প্রসারিত করেছেন। এ প্রসঙ্গে জয়দেব চন্দ্র সাহা মনে করেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ
" এর নাটোর শাখা তার স্বপ্ন পূরণে ইতিবাচক ভূমিকা রেখেছে। এ কারনে তিনি ব্যাংকটিকে আমরন মনে রাখবেন।

< Prev123456789Next