Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Success Story of Members

Branch Name : Gopalganj,   Dhaka
Branch Code : 078

"মোঃ রুহুল খান এখন সফল ব্যবসায়ী "

গোপালগঞ্জ শাখার গ্রাহক " মেসার্স টিটন ট্রেডার্স " এর স্বত্তাধিকার জনাব মোঃ রুহুল খান বর্তমানে একজন সফল ব্যবসায়ী। এ সফলতার পিছনে অগ্রগন্য ভুমিকা পালন করেছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " গোপালগঞ্জ শাখা। জনাব মোঃ রুহুল খান আজ একজন সফল মানুষের দৃষ্টান্ত তিনি আজ অনেক দুর এগিয়ে এসেছেন। গোপালগঞ্জ জেলার মাদ্রাসা রোড সংলগ্ন " মেসার্স টিটন ট্রেডার্স " এর স্বত্তাধীকারি জনাব মোঃ রুহুল খান জানান তার ব্যবসা শুধু জেলা সদর এর মধ্যে সীমাবদ্ধ ছিল। পুজির অভাবে ব্যবসাটি প্রসারিত করতে পারছিলেন না।
এই সময়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গোপালগঞ্জ শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ মিজানুর রহমান এসে দেখা করে ব্যাংকের বিনিয়োগের বিষয়টি আবহিত করে। তার পরামর্শে গোপালগঞ্জ শাখায় যায় এবং ব্যাবস্থাপক জনাব মোঃ আবু হাসান এর কাছে তার ব্যবসায়িক সমস্যা ও পরিকল্পনার কথা বলেন। শাখা ব্যবস্থাপক তার ব্যবসায়িক উদ্দ্যমতা ও অভিজ্ঞতা দেখে ২৮.০৭.২০১২ইং তারিখে ২,০০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। এভাবে তিনি ০৫ (পাঁচ) বার বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন। তিনি সর্বশেষ ১৪.০৯.২০১৪ইং তারিখে ৯,০০,০০০/- টাকা বিনিয়োগ নিয়ে বিনিয়োগ পরিশোধ করছেন। বর্তমান ব্যবস্থাপক জনাব মোঃ মনিরুজ্জামান বিনিয়োগ গ্রহিতার বিনিয়োগ তদারকির বিষয়ে বিশেষ ভুমিকা পালন করছেন বলে তিনি জানান। তিনি বলেন ব্যবসার ক্ষেত্রে সততা, দক্ষতা, আর ব্যবসায়িক মনোযোগ সাথে পুজি থাকলে যে কোন ব্যবসাকে প্রতিষ্ঠিত করা সম্ভব, এতে নিজের ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর গোপালগঞ্জ শাখা আমার ভাগ্য পরিবর্তন করতে সবচেয়ে বড় ভুমিকা পালন করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Patiya ,   Chattogram
Branch Code : 077

"ডিএমসিবিএল, মোঃ শাহজাহান কে সঞ্চয়ের ম্যজিক শিখিয়েছে "

বিনিয়োগ গ্রহনের পাশাপাশি সঞ্চয় জমা করে যে নিজেই স্বাবলম্বি হওয়া যায় তা মোঃ শাহজাহানের জানা ছিলনা। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " তাকে সঞ্চয় জমা করে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে। মোঃ শাহজাহান এর মূল লক্ষ্য ছিল নিজস্ব স্বল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করার পর ব্যবসা প্রতিষ্ঠানটিকে আরো বৃহদাকারে সাজানো। কিন্তুু পুজির অভাবে কোন ভাবেই ব্যবসাকে এগিয়ে নিতে পারছিলনা। এর মধ্যে হাত খরচ বেশি হত যার কারনে কোন সঞ্চয় থাকতনা । এজন্য অধরাই থেকে যাচ্ছিল তার স্বপ্ন।
একদিন পটিয়া শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ ফোরকানউদ্দিন আমার ব্যাবসা প্রতিষ্ঠানে এসে ব্যাংকের বিনিয়োগ ও সঞ্চয়ের বিষয়গুলি বুঝিয়ে বলেন। তিনি বলেন আমার ধারনাই ছিলনা এত সহজ শর্তে ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহন করা যায় সাথে সাথে সঞ্চয় জমা করে স্বাবলম্বি হওয়া যায়। তার পরামর্শে শাখায় যেয়ে ব্যাবস্থাপক জনাব খোকন চক্রবর্তি এর সাথে বিনিয়োগ নিয়ে কথা বলি। গ্রাহক সর্বপ্রথম ০৪.০৮.১০ইং তারিখে ১,৫০,০০০/- টাকা বিনিয়োগ নিয়ে ব্যবসার পরিধি বাড়াতে শুরু করেন। এভাবে ০৬ (ছয়) বার বিনিয়োগ গ্রহন করে প্রতিবারই সময়মত বিনিয়োগের টাকা পরিশোধ করেছেন। সর্বশেষ ২৪.০২.১৫ইং তারিখে ৫,০০,০০০/- টাকা বিনিয়োগ চলমান আবস্থায় আছে। এ ভাবেই তার ব্যবসার পরিধি বেড়ে চলেছে। সঞ্চয়ের বিষয়ে তিনি বলেন, আমি আমার হাত খরচ কমিয়ে বিনিয়োগের পাশাপাশি সঞ্চয় জমা করে অবাক হয়েছি যে এত সহজে টাকা জমা হয় আর দ্রুত তা বিশাল আকার ধারন করে । এতে উদভুদ্ধ হয়ে পরাপর ৩টি সঞ্চয় হিসাব খুলি যেখানে ৯১,০০০/- টাকা জমা হয়েছে । এ প্রসঙ্গে গ্রাহক মোঃ শাহজাহান বলেন বর্তমান ব্যবস্থাপক জনাব মংখিং থৌ আমার বিনিয়োগ তদারকির বিষয়ে বিশেষ ভুমিকা পালন করছেন। ব্যাংকটি আমাকে সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ দিয়ে ও সঞ্চয় জমা করার উদভুদ্ধ করে আমার স্বপ্ন পুরন করেছে। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি ।

Branch Name : Sreemangal,   Sylhet
Branch Code : 074

"আমার স্বপ্নের চাবিকাঠি ডিএমসিবিএল"

আমি মোঃ সিরাজ মিয়া " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " শ্রীমঙ্গল শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। আমার ব্যবসার পরিধি তখন ছোট ছিল, মূলধনের পরিমাণ ছিল সামান্য। আমার ইচ্ছা আর স্বপ্ন ছিল ব্যবসাকে অনেক বড় করা। মূলধনের স্বল্পতার কারনে ব্যবসা বড় করতে পারছিলাম না। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর শ্রীমঙ্গল শাখার ফিল্ড অফিসার মহীতোষ দাস এর মাধ্যমে জানতে পারি সহজ শর্তে ব্যাংকের বিনিয়োগ প্রদান করার কথা।
পরবর্তীতে ব্যাংকে এসে শাখা ব্যবস্থাপক এর সাথে কথা বললে তিনি আমাকে সহজ শর্তে জামানত বিহীন ১,০০,০০০/- টাকা বিনিয়োগ নেওয়ার জন্য বলেন। এভাবেই আমি পর্যায়ক্রমে অত্র শাখা হতে ১৩বার বিনিয়োগ গ্রহণ করি এবং বর্তমান ব্যবস্থাপক জনাব শংকর চন্দ্র দাশ এর মাধ্যমে সর্বশেষ আমি ৮,০০,০০০/- টাকা বিনিয়োগ গ্রহণ করি। বর্তমানে আমার ব্যবসার অবস্থা খুবই ভালো। মূলধনের পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। আমাকে সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ দেওয়ার জন্য আমি অত্র ব্যাংকের নিকট চির কৃতজ্ঞ। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Barguna,   Barishal
Branch Code : 072

"ডিএমসিবি আমার ভাগ্যের চাকা ঘুড়িয়ে দিয়েছে"

আমি মোঃ মন্টু হোসেন এক সময়ের একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। বর্তমানে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বরগুনা শাখার একজন বিনিয়োগ গ্রহিতা। অল্প পূজি নিয়ে শুরু করে অনেক চেষ্টা করেও যখন ব্যবসা দাঁড় করাতে পারছিলাম না তখন স্ত্রীর গহনা বন্ধক রেখে উচ্চ সুদে কিছু টাকা ঋণ গ্রহন করি। ফলে ব্যবসায় যা লাভ হতো সেই লাভের টাকা সুদের টাকা দিতে ফুরিয়ে যেত। এমন সময় পাশ্ববর্তী ব্যবসায়ী এবং উক্ত এলাকার ফিল্ড অফিসার জনাব মোঃ শফিকুজ্জামান এর মাধ্যমে জানতে পারলাম " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর জামানত বিহীন ঋণ/ বিনিয়োগ প্রদানের কথা।
আমি ব্যবসায়ী বন্ধুর সাথে অফিসে গিয়ে শাখা ব্যবস্থাপক জনাব মাইদুল ইসলাম এর সাথে দেখা করে বিনিয়োগ গ্রহনের ইচ্ছা প্রকাশ করি। তিনি আমার ব্যবসা দেখে আমাকে প্রথমে জামানত বিহীন ২০,০০০/- টাকা ঋণ/ বিনিয়োগ প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে আমি নিয়মিত ভাবে বিনিয়োগের টাকা পরিশোধে সমর্থ হই। পূনরায় আবার বিনিয়োগ গ্রহন করার পর আমার ব্যবসা আরও বড় করি। এভাবে বিনিয়োগ গ্রহন করে আজ আমার আর পূঁজি নিয়ে কোন চিন্তা করতে হয় না। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর জামানত বিহীন ঋণ/ বিনিয়োগ আমার ভাগ্য পরিবর্তনে মূখ্য ভূমিকা রেখেছে। তাই আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সার্বিক সফলতা কামনা করি।

Branch Name : Corporate,   Dhaka
Branch Code : 069

"কসমেটিক্স জগতের অন্যতম মেসার্স শিমুল শ্রাবন এন্টারপ্রাইজ"

ঢাকার কাওরান বাজার সুপার মার্কেটের মেসার্স খন্দকার মেন্দি মিয়া বস্ত্রালয়ের মালিক খন্দকার মশগুল হুসাইন আসিক বলেন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ আমার স্বপ্ন পুরন করেছে। জনাব খন্দকার মশগুল হুসাইন আসিক একজন ক্ষুদ্র কাপড়ের ব্যবসায়ি ছিলেন।তাঁর স্বপ্ন ছিল তার এই ক্ষুদ্র ব্যবসাকে বড় পরিসরে দাঁড় করানো। কিন্তু শত চেষ্টাতেও তাঁর স্বপ্ন পুরণ হচ্ছিল না।
অবশেষে একদিন দেখা মিললো দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর একজন ফিল্ড অফিসার জনাব মোঃ আবু সিনার। তাঁর কাছ থেকে শুনতে পেলেন ডিএমসিবিএল এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগের কথা।তিনি পরদিনই দেখা করেন কর্পোরেট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলামের সংগে। শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, খন্দকার মশগুল হুসাইন আসিক এর ব্যবসার ইতিবৃত্তান্ত শুনে তাকে প্রাথমিক ভাবে গত ০৪/০৫/১১ এক লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। সেই টাকা তাঁর ব্যবসায় যোগান দিয়ে ব্যবসাকে চাঙ্গা করেন।তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।এইভাবে তিনি পর পর পাঁচবার বিনিয়োগ গ্রহন করেন।সর্বশেষ বিনিয়োগ নিয়েছেন দুই লক্ষ টাকা। জনাব খন্দকার মশগুল হুসাইন আসিক এখন তাঁর ব্যবসাকে মনের মত করে দাড় করিয়েছেন।তাঁর স্বপ্ন পুরণ হয়েছে।আর এর সবই সম্ভব হয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সার্বিক সহযোগিতায়।এই জন্য তিনি প্রতিষ্ঠানটির নিকট ঋনী বলে জানিয়েছেন্।

Branch Name : Noapara ,   Khulna
Branch Code : 067

"ডিএমসিবিএল, আমার মূলধনের অভাব পূরন করেছে"

যশোর জেলার নওপাড়া বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শারমিন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ মিজানুর রহমান বলেন- " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর নওপাড়া শাখার বিনিয়োগ কাজে লাগিয়ে তিনি এখন সফল ব্যবসায়ী। এ কারনে তিনি ব্যাংকটির দীর্ঘায়ু কামনা করছেন।
যাবতীয় ফ্যান ফ্রিজ টেলিভিশন সামগ্রী বিক্রেতা মোঃ মিজানুর রহমান পুঁজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। একদিন তিনি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর নওপাড়া শাখার ফিল্ড অফিসার বাবু অজিত রায় এর মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড অফিসার এর আমন্ত্রনে মিজানুর রহমান একদিন ব্যাংকে গিয়ে ব্যবস্থাপক মোঃ সুলতান এর সাথে দেখা করে তার ব্যবসার বিস্তারিত জানালেন। শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের বিস্তারিত জেনে প্রথমে ২.০০ লক্ষ টাকা বিনিয়োগ দিলেন। এর পর আর মিজানুর রহমানকে পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে বিনিয়োগ নিয়ে প্রতিবারই সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৫ সালের ০১ মার্চ ৭.০০ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে সম্প্রসারন করেছেন। মিজানুর রহমান এখন একজন সফল ব্যবসায়ী। তার এ সাফল্যের পিছনে রয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর নওপাড়া শাখার বিনিয়োগ সহযোগিতা।

< Prev123456789Next