Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Success Story of Members

Branch Name : Kansat ,   Rajshahi
Branch Code : 053

"পলাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ষ্টীল হাউস, একটি সফল প্রতিষ্ঠানের নাম"

চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার " পলাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ষ্টীল হাউস " এর স্বত্ত্বাধিকারী মোঃ আফসার হোসেন বলেন- দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিঃ,কানসাট শাখার বিনিয়োগ ব্যবহার করে আমার ক্ষুদ্র প্রতিষ্ঠান পলাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ষ্টীল হাউস একটি প্রতিষ্ঠিত সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে।

মোঃ আফসার হোসেন বলেন-নিজের সামান্য পূঁজি নিয়ে ছোট একটি ওয়ার্কশপ এর দোকান করি। ইচ্ছে থাকলেও পূঁজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলাম না। একদিন ডিএমসিবিএল এর কানসাট শাখার জনৈক ফিল্ড কর্মকর্তারমাধ্যমে জানতে পারলাম ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শে আফসার হোসেন একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপকের সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক তার ব্যবসায়িক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০০৮ সালের ১৩ জুলাই তাকে ১ লক্ষ টাকার বিনিয়োগ দিলেন। এরপর আর আফসার হোসেনকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বিনিয়োগ নিয়ে সময়মত কিস্তি পরিশোধ করেছেন সেই সাথে ব্যবসাকেও সম্প্রসারিত করেছেন। অবশেষে গত ২০১৩ সালের ২৫ ফেব্রম্নয়ারী ৯ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে তার ব্যবসাকে ব্যাপক সম্প্রসারন করেছে। ফলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান " পলাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ষ্টীল হাউস " আজ একটি সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানে৪০ জন কর্মচারী কাজ করে। আর এ সব কিছু সম্ভব হয়েছে " ডিএমসিবিএল " এর কানসাট শাখার বিনিয়োগ সহযোগিতা নিয়ে। এ কারণে এ ব্যাংকটির সাথে আফতাব কখনও সম্পর্ক নষ্ট করবেন না।

Branch Name : Chapai Nawabganj,   Rajshahi
Branch Code : 052

"ডিএমসিবিএল, এর সহায়তায় নজরুল ইসলাম এখন সফল ব্যবসায়ী "

চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউ মার্কেট, তহা বাজার এলাকার " নজরুল মুদিখানার দোকান " এর স্বত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম বলেন- " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর চাঁপাইনবাবগঞ্জ শাখার বিনিয়োগ নিয়ে আমি এখন সফল ব্যবসায়ী। ব্যাংকটির সহায়তার কারনে আমাকে এখন আর পুঁজির চিন্তা করতে হয়না।
মোঃ নজরুল ইসলাম স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে মুদি ব্যবসা শুরু করেন। স্বপ্ন ছিল ব্যবসাকে বড় করার কিন্তু পুঁজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। একদিন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর চাঁপাইনবাবগঞ্জ শাখার ফিল্ড কর্মকর্তা মাসুদ রানার মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নজরুল ইসলাম একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক মোঃ আহসান হাবিব এর সাথে দেখা করে তার ব্যবসার বিস্তারিত জানালেন। শাখা ব্যবস্থাপক তার ব্যবসার বিস্তারিত জেনে গত ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর প্রথমে তাকে ৫০ হাজার টাকার বিনিয়োগ দিলেন। এ টাকা দিয়ে নজরূল ইসলাম তার ব্যবসা সম্প্রসারন করলেন। এর পর আর নজরুলকে পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে ১৭ বার বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৫ সালের ০৪ মার্চ ৫০ হাজার টাকার বিনিয়োগ নিয়ে নজরুল ইসলাম তার ব্যবসার পরিধিকে আরো বাড়িয়েছেন। এ সব কিছু সম্ভব হয়েছে ডিএমসিবিএল এর বিনিয়োগ ব্যবহার করে। এ কারনে নজরুল ইসলাম ব্যাংকটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Branch Name : Saidpur ,   Rangpur
Branch Code : 049

"কসমেটিক্স জগতের অন্যতম মেসার্স শিমুল শ্রাবন এন্টারপ্রাইজ"

আমি মোঃ নাজমুল হুদা খান ফিরোজ " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সৈয়দপুর শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। আমার একটি ছোট কসমেটিক্স এর দোকান ছিল যেখানে পুঁজির পরিমান ছিল খুবই সামান্য। আমার স্বপ্ন ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া। কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না। এমন সময় আমার এক ব্যবসায়ী বন্ধু আমাকে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহজ শর্তে বিনিয়োগ প্রদানের কথা জানায়।
আমি প্রথমে ফিল্ড অফিসার জনাব আব্দুর রহিম এর সাথে কথা বলে বিষয়টি সমন্ধে অবহিত হই। তারপর তার কথা মত ব্যাংকের সৈয়দপুর শাখায় চলে আসি এবং শাখা ব্যবস্থাপক জনাব আব্দুর রাজ্জাক এর সাথে দেখা করে আমার ব্যবসার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিস্তির মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সক্ষম হই। প্রথম বিনিয়োগ পরিশোধের পর ২,৫০,০০০/-(দুই লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার ছোট একটি কসমেটিক্সের দোকান থেকে আজ আমি সতেরটি কোম্পানির পরিবেশক হয়েছি। এ পর্যন্ত আমি পাঁচবার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমানে আমার ব্যবসায় ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পূরন করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Pahartali ,   Chattogram
Branch Code : 045

"ডিএমসিবিএল, কাজী আজাদুল ইসলাম এর ব্যবসার পরিধী বাড়িয়ে দিয়েছে"

মটরপার্টস ব্যবসায়ী " কে, এ এন্টারপ্রাইজ " এর মালিক পাহাড়তলী শাখার গ্রাহক কাজী আজাদুল ইসলাম বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বিনিয়োগ নেওয়ার পর আমার ব্যবসার পরিধী বেড়ে গেছে। প্রতিষ্ঠিত করেছে সফল ব্যবসায়ী হিসাবে।
কাজী আজাদুল ইসলাম এর একটি খুচরা মোটর পার্টস এর ব্যবসা ছিল যেখানে পুজির পরিমান ছিল খুবই সামান্য। তার স্বপ্ন ছিল ব্যবসাকে আরো বড় করা। কিন্তু পুজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলেন না। এমন সময় " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর ফিল্ড অফিসার জনাব মোঃ সাজ্জাদ আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং সহজ শর্তে বিনিয়োগ প্রদানের কথা বলেন। কাজী আজাদুল ইসলাম বলেন ফিল্ড অফিসারের কথা শুনে আমার ভালো লাগে। এরপর আমি পাহাড়তলী শাখায় যেয়ে শাখা ব্যবস্থাপক জনাব মোঃ দিদার উদ্দিনের সাথে কথা বলি। তিনি আমার কথা শুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে আমাকে প্রথমেই ০৯.১০.২০১৩ইং তারিখে ২,০০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পূনরায় ৪,০০,০০০/- টাকা বিনিয়োগ গ্রহন করি। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে বেশ কয়েকবার বিনিয়োগ গ্রহন করেছি এবং সঠিক নিয়মে পরিশোধ করেছি। বর্তমানে আমি পাইকারী ব্যবসা সহ কয়েকটি সিএনজি গাড়ির মালিক। বিনিয়োগ গ্রহনের আগে আমার দৈনিক আয় ছিল ২,৫০০/- টাকা কিন্তু বর্তমানে মোটরপার্টস ও সিএনজি গাড়ি থেকে আমার দৈনিক আয় ৫,০০০/- টাকা থেকে ৬,০০০/- টাকা। এখন আমি সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পূরন করেছে। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Kushtia,   Khulna
Branch Code : 044

"এখন আমি স্বাচ্ছন্দে জীবন যাপন করছি "

কুষ্টিয়া জেলার পৌর বাজার এলাকার " রম্নপের হাট বিউটি পালার " এর মালিক ফারজানা লাবনী বলেন- " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর কুষ্টিয়া শাখার বিনিয়োগ ব্যবহার করে তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছেন। ব্যাংকটির সহযোগিতায় তিনি এখন স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন।
পার্লার ব্যবসায়ী ফারজানা পঁজির অভাবে তার ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন। এরই মধ্যে একদিন পাশের এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে জানতে পারেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর কুষ্টিয়া শাখা পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। তার পরামর্শ অনুযায়ী ফারজানা একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক মোঃ আবু হাসান এর সাথে কথা বলেন এবং তার ব্যবসার বিস্তারিত জানালেন। শাখা ব্যবস্থাপক তার ব্যবসার প্রতি আগ্রহ অভিজ্ঞতা দেখে গত ২০১৪ সালের ২৩ জুলাই ৫০ হাজার টাকার বিনিয়োগ দিলেন। এর পর আর ফারজানাকে পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে ০৩ বার বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করে ব্যবসাকে অনেক দুর এগিয়ে নিয়েছেন। অবশেষে গত ২০১৫ সালের ১০ মার্চ ৫০ হাজার টাকার বিনিয়োগ নিয়েছেন। এ টাকা দিয়ে তিনি তার ব্যবসাকে সম্প্রসারন করেছেন। এখন ফরজানার পার্লার এ দোকানে কয়েকজন কর্মচারী কাজ করে। ফারজানা লাবনী এখন এক জন সফল ব্যবসায়ী। এ সব কিছু সম্ভব হয়েছে ডিএমসিবিএল এর কুষ্টিয়া শাখার বিনিয়োগ কাজে লাগিয়ে।

Branch Name : Dinajpur ,   Rangpur
Branch Code : 043

"জামানত বিহীন বিনিয়োগ আমার স্বপ্ন পূরণের সিড়ি"

আমি মোঃ সাইফুল ইসলাম। দিনাজপুর শহরের গনেশ তলায় আমার ছোট কার্পেট ও ফোমের দোকান। আমার স্বপ্ন ছিল একজন সফল ও স্বচ্ছল ব্যবসায়ী হওয়ার। কিন্তু পূজির অভাবে ব্যবসা বর্ধিত করতে পারছিলাম না। একদিন প্রতিবেশী একজন ব্যবসায়ী এবং ফিল্ড অফিসার জনাব মোঃ আব্দুল আলীম এর মাধ্যমে জানতে পারলাম " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " দিনাজপুর শাখা জামানত বিহীন সহজ শর্তে ঋণ/ বিনিয়োগ প্রদান করে থাকে।
আমি দিনাজপুর শাখার শাখা ব্যবস্থাপকের সাথে দেখা করে আমার ব্যবসার অবস্থা সম্পর্কে খুলে বলি। তিনি আমার কথা শুনে আমার দোকান দেখে আমাকে প্রাথমিক ভাবে ৫০,০০০/- টাকা ঋণ/ বিনিয়োগ প্রদান করেন। ঋণ/ বিনিয়োগের টাকা ব্যবসায় খাটিয়ে আমি সফলতার মুখ দেখি। ব্যবসার লাভের টাকা হতে নিয়মিত ভাবে প্রতিদিন কিস্তির টাকা পরিশোধ করতে সমর্থ হই। আমার লেনদেনে সন্তুষ্ট হয়ে ব্যাংক পূনরায় আমাকে ঋণ/ বিনিয়োগ প্রদান করে। এভাবে বর্তমানে ব্যবস্থাপক জনাব মোঃ রবিউল ইসলাম এর সহযোগীতায় আমার দোকানে ৮,০০,০০০/- টাকা ঋণ/ বিনিয়োগ চলমান রয়েছে। আমার বর্তমানে আর পূজির নিয়ে চিন্তা করতে হয়না। আমার ব্যবসার আয় বৃদ্ধি পেয়ে আজ আমি একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছি। তাই আজ আমি বলতে বাধ্য হচ্ছি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর জামানত বিহীন ঋণ/ বিনিয়োগ আমার স্বপ্ন পূরণের একমাত্র সিড়ি। আমি উক্ত ব্যাংকের সফলতা কামনা করি।

< Prev123456789Next