Total Visitor
Website counter
Counting since March 26, 2008

Success Story of Members

Branch Name : Matiranga,   Chattogram
Branch Code : 090

"জামানত বিহীন বিনিয়োগ আমার স্বপ্ন পূরণের সিড়ি"

খাগড়াছড়ি জেলার জিরো মাইল এলাকার " সাগর ষ্টোর " এর মালিক আমি মোছাম্মৎ সেফুন্নাহার বেগম। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মাটিরাঙ্গা শাখা আমার ব্যবসাকে বড় হতে এবং আমাকে ব্যবসায়ী হিসেবে সফল হতে সহায়তা করেছে। আমি পুর্বে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ করতাম যা দিয়ে পরিবারের ভরন-পোষন করা খুবই কঠিন ছিল। এমন সময় আমি জানতে পারলাম জিরো মাইলের জনৈক ব্যবসায়ী জনাব মোঃ নাছির উদ্দিন সম্পূর্ন চালু অবস্থায় তার কুলিং কর্নার ব্যবসাটি বিক্রয় করে অন্যত্র চলে যাবেন।
তখনই সিদ্ধান্ত নেই ঐ ব্যবসাটি আমি কিনে নিব। যেই ভাবা সেই কাজ, নিজেদের কিছু সঞ্চয় ও নিকট আত্মীয়দের নিকট থেকে কিছু টাকা ধার নিয়ে জনাব নাছির উদ্দিনের ব্যবসাটি কিনে নেই এবং নিজেই ব্যবসাটি শুরু করি। তখনই পুঁজির সংকট হলে জিরো মাইলের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন চৌধুরীর মাধ্যমে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর মাটিরাঙ্গা শাখার সন্ধান পাই। এবং জানতে পারি যে এই ব্যাংক আমার মত ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ করে মহিলা ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে থাকে। পরবর্তীতে ব্যাংকের ফিল্ড কর্মকর্তা জনাব আশীষ কুমার চাকমার সাথে যোগাযোগ হয় এবং তার মাধ্যমে শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মেজবাহ উদ্দিনকে অবহিত করি। শাখা ব্যবস্থাপক আমার ব্যবসার প্রতি শ্রদ্ধা ও উৎসাহ দেখে অগ্রাধীকার ভিত্তিতে আমাকে ১.০০ লক্ষ টাকা বিনিয়োগ প্রদান করেন। ১ম বিনিয়োগের টাকায় মালামাল কিনে দোকানে উঠাই ইহাতে বিক্রি অনেক বেড়ে যায় এবং লাভ হতে থাকে। পূর্বে আত্মীয় স্বজন হতে নেয়া ধার পরিশোধ করি, ব্যাংকের কিস্তিও নিয়মিত পরিশোধ করি। বর্তমানে আমার ১.২০ লক্ষ টাকার বিনিয়োগ চলমান আছে। এখন আমাকে পুঁজি নিয়ে আর ভাবতে হয় না। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " আমাকে এক নতুন স্বপ্নের ঠিকানা দিয়েছে। তাই এই ব্যাংকটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Habiganj,   Sylhet
Branch Code : 088

"সফল উদ্যোক্তা মোঃ ইব্রাহিম খলিল "

আমি মোঃ ইব্রাহিম খলিল " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর হবিগঞ্জ শাখার একজন বিনিয়োগ গ্রহিতা। আমার একটি ছোট মুদির দোকান ছিল যেখানে পুঁজির পরিমান ছিল খুবই সামান্য। আমার স্বপ্ন ছিল ব্যবসাকে আরও বড় করা। কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না। এমন সময় আমার এক ব্যবসায়ী বন্ধু " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বিজ্ঞাপন দেখে এর সহজ শর্তে বিনিয়োগ প্রদানের কথা বলেন।
তার কথা মত একদিন ব্যাংকের হবিগঞ্জ শাখায় চলে আসি এবং শাখা ব্যবস্থাপক জনাব আব্দুল মান্নান এর সাথে দেখা করে আমার ব্যবসার কথা বলি। শাখা ব্যবস্থাপক ব্যবসার প্রতি আমার উৎসাহ উদ্দীপনা দেখে আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ৫০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি দৈনিক কিস্তির মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের সম্পূর্ন টাকা পরিশোধ করতে সক্ষম হই। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পুনরায় ১ লক্ষ টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার ছোট মুদি দোকান বড় হতে থাকে এবং ব্যবসাও ধীরে ধীরে প্রসার লাভ করে। এভাবে আমি ৭ বার বিনিয়োগ গ্রহন করি। বর্তমানে আমার ব্যবসায় ৪ লক্ষ টাকা বিনিয়োগ চলমান আছে। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পুরন করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের নিকট চির কৃতজ্ঞ। আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।

Branch Name : Sherpur,   Dhaka
Branch Code : 086

"ডিএমসিবিএল, আমার ভাগ্যকে বদলে দিয়েছে"

জামালপুর জেলা শহরের বকশীগঞ্জ এলাকার " খোকন গেঞ্জি হাউজ " এর মালিক মোঃ নঈম মাহমুদ বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর শেরপুর শাখা তার ভাগ্যকে বদলে দিয়েছে। ব্যাংকটির বিনিয়োগ কাজে লাগিয়ে তিনি এখন একজন সফল ব্যবসায়ী। গেঞ্জি ব্যবসায়ী নাঈম মাহমুদ নগদ পুঁজির আভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। একদিন তিনি দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর শেরপুর শাখার ফিল্ড কর্মকর্তার মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে।
ফিল্ড কর্মকর্তার পরামর্শ অনুযায়ী একদিন নাঈম মাহমুদ ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক মোঃ হুমায়ুন কবির এর সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে প্রথমে ১.০০ লক্ষ টাকা বিনিয়োগ দিলেন। এর পর আর নাঈম মাহমুদকে পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে বিনিয়োগ নিয়ে প্রতিবার সময় মত পরিশোধ করেছেন। অবশেষে ২০১৫ সালের ৩০ মার্চ ১১০০ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে নাঈম মাহমুদ তার ব্যবসার ব্যাপক সম্প্রসারন করেছেন। এখন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সব কিছু সম্ভব হয়েছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে। এ কারনেই নাঈম মাহমুদ মনে করেন " ডিএমসিবিএল " তাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে।

Branch Name : Jhenaidah ,   Khulna
Branch Code : 084

"কান্তি চন্দ্র দেবনাথ এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী"

ঝিনাইদহের হাটের রাস্তা এলাকায় " শান্তি হেটেল " এর স্বত্ত্বাধিকারী শান্তি চন্দ্র দেবনাথ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর ঝিনাইদহ শাখার দেয়া বিনিয়োগ কাজে লাগিয়ে শান্তি চন্দ্র দেবনাথ এই প্রতিষ্ঠা অর্জন করেছেন। ঝিনাইদহে শান্তি চন্দ্র দেবনাথ এর ছোট একটি মিষ্টির দোকান ছিল। চাহিদা থাকলেও শান্তি চন্দ্র দেবনাথ নগদ পুঁজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না।
একদিন তিনি ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে জানতে পারলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর ঝিনাইদহ শাখা সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ব্যবসায়ী বন্ধুর পরামর্শ অনুযায়ী একদিন শান্তি চন্দ্র একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক আবু হেনা মো: মেহেদী হোসেন এর সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক শান্তি চন্দ্রর ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০১৩ সালের ১৩ জানুয়ারী তাকে ১.০০ লক্ষ টাকা বিনিয়োগ দিলেন। এর পর আর শান্তি চন্দ্রকে আর পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৫ সালের ০৬ মে ১.০০ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে শান্তি চন্দ্র তার ব্যবসা আরো সম্প্রসারন করেছেন। এ পর্যন্ত তিনি ০৫ বার বিনিয়োগ গ্রহন করেছেন। এ প্রসঙ্গে শান্তি চন্দ্র মনে করেন তিনি সব সময় সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেছেন ফলে ব্যবসায় তার এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। তিনি আরো মনে করেন " ডিএমসিবিএল
" ঝিনাইদহ শাখার বিনিয়োগ ও প্রেরনা তাকে এই সফলতা অর্জনে উৎসাহ জুগিয়েছে।

Branch Name : Narail,   Khulna
Branch Code : 082

"ডিএমসিবিএল, আমার স্বপ্নকে পুরন করেছে"

নড়াইল জেলার কলেজ রোড, রুপগঞ্জ বজারের " একতা ক্রোকারিজ " এর স্বত্ত্বাধিকারী মোঃ জামাল উদ্দিন বলেন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর নড়াইল শাখার বিনিয়োগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। জামাল উদ্দিন এর রুপগঞ্জ বাজারে ছোট একটি ক্রোকারিজ দোকান ছিল। নগদ পুঁজির অভাবে জামাল উদ্দিন তার ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না।
একদিন তিনি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর নড়াইল শাখার জনৈক ফিল্ড কর্মকর্তা মোঃ ইউনুস আলীর মাধ্যমে জানতে পারলেন ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজ শর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। ফিল্ড কর্মকর্তার পরামর্শ অনুযায়ী জামাল উদ্দিন একদিন ব্যাংকে গিয়ে শাখা ব্যাস্থাপক এ.এস.এম জুয়েল রানা এর সাথে কথা বলেন। শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন এর ব্যবসায়ীক অভিজ্ঞতা ও উৎসাহ দেখে গত ২০১২ সালের ০৪ জুন প্রথমে তাকে ৩.০০ লক্ষ টাকা বিনিয়োগ দিলেন। এর পর আর জামাল উদ্দিনকে পিছনে ফিরে তাকাতে হয়নী। একে একে বিনিয়োগ নিয়ে সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ২০১৪ সালের ১৮ আগষ্ট ৭.০০ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে জামাল উদ্দিন তার ব্যবসা আরো সম্প্রসারন করেছেন। এ পর্যন্ত তিনি ০৫ বার বিনিয়োগ গ্রহন করেছেন। জামাল উদ্দিন মনে করেন " ডিএমসিবিএল " তার স্বপ্নকে পুরন করেছেন। এ কারনে তিনি ব্যাংকটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Branch Name : Raozan,   Chattogram
Branch Code : 080

"ডিএমসিবিএল, কাজী মোহাম্মদ নুরউদ্দিন এর জীবনকে আলোকিত ও আনন্দময় করেছে"

ফকিরহাট এর রাউজান এ মা-মনি শপিং কমপ্লেক্র এ অবস্থিত ‘‘ষ্টাইল ওয়ান ফ্যাশন’’ এর মালিক কাজী মোহাম্মদ নুর উদ্দিন " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর রাউজান শাখা হতে বিনিয়োগ নিয়ে তা ব্যবসার কাজে লাগিয়ে এখন সফল ব্যবসায়ী। " ডিএমসিবিএল " কাজী মোঃ নুরউদ্দিন এর জীবনকে করেছে আলোকিত ও আনন্দময় । " ষ্টাইল ওয়ান ফ্যাশন " এর মালিক কাজী মোহাম্মদ নুর উদ্দিন পুজির অভাবে ব্যবসা সম্প্রসারন করতে পারছিলেন না। এ আবস্থায় তিনি হতাশায় ভুগছিলেন।
এই সময়ে আর্শিবাদ স্বরূপ হাজির হয় " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর রাউজান শাখার ফিল্ড অফিসার জনাব মোঃ রাশেদ চৌধুরী। ফিল্ড অফিসার এর মাধ্যমে তিনি জানতে পারেন ব্যাংকটি সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের সহজশর্তে বিনা জামানতে বিনিয়োগ প্রদান করে। শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইসমাইল চৌধুরী এর আমনন্ত্রনে কাজী মোহাম্মদ নুর উদ্দিন ব্যংকে গিয়ে তার এর সাথে দেখা করে তার ব্যবসার বিস্তারিত বিষয়য়াদি জানান। শাখা ব্যবস্থাপক তার কথার বিস্তারিত শুনে ০৯.০৬.২০১৪ইং তারিখে ১,০০,০০০/- টাকা বিনিয়োগ প্রদান করেন। এরপর কাজী মোহাম্মদ নুর উদ্দিন পিছনে ফিরে তাকাতে হয়নী। এভাবে তিনি ০৩ (তিন) বার বিনিয়োগ নিয়ে প্রবিারই সময়মত পরিশোধ করেছেন। অবশেষে গত ১৮-০৫-২০১৫ইং তারিখে ২,০০,০০০/- টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসার ব্যাপক সম্প্রসারন করেছেন। কাজী মোহাম্মদ নুর উদ্দিন এখন সফল ব্যবসায়ী। তার এ সাফর্যেতর পিছনে রয়েছে " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর রাউজান শাখার বিনিয়োগ সহযোগিতা। কাজী মোহাম্মদ নুর উদ্দিন বলেন আমি " দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ " এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি ।

< Prev123456789Next